গণিত থেকে আরো প্রশ্ন

Show Important Question


41) একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে এবং 80% অংকে পাস করে , কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করে । যদি 144 জন ছাত্র উভয় বিষয়ে পাস করে তবে মোট পরীক্ষার্থী কত ?
A) 120
B) 240
C) 320
D) 370

42) একটি বাঁদর 10 মিটার দৈর্ঘ্যের একটি তৈলাক্ত বাঁশে ওঠার চেষ্টা করছিল । সে প্রথম মিনিটে 2 মিটার ওঠে এবং পরবর্তী মিনিটে 1 মিটার নেমে যায়। বাঁশটির শীর্ষে উঠতে বাঁদরটির কত মিনিট সময় লাগবে ?
A) 17
B) 20
C) 22
D) 11

43) একজন মহিলার ব্যাগে 25 পয়সা এবং 50 পয়সার মুদ্রা আছে। তার মোট মুদ্রা সংখ্যা 120 টি এবং মোট মূল্য 50 টাকা। প্রতিটি মুদ্রার সংখ্যা কত ?
A) 40, 80
B) 70,50
C) 90,30
D) 60, 60

44) কোন এক বছরে এক ব্যক্তি 100 টাকা সঞ্চয় করে এবং তারপর প্রতি বছর আগের বছরের তুলনায় 40 টাকা বেশি সঞ্চয় করে। কত বছরে তার মোট সঞ্চয় 15600 টাকা হবে?
A) 22 বছর
B) 26 বছর
C) 24 বছর
D) 28 বছর

45) প্রতি কেজি চালের বর্তমান মূল্য 20 টাকা। পূর্বে এই মল্য ছিল 18 টাকা। পরিবারের খরচ একই রেখে চালের ব্যবহার কমাতে হবে
A) 10%
B) 20%
C) 15%
D) 5%

46) 4.50 টাকা লিটার দুরে দুধ কিনে 32 লিটার জলের সঙ্গে কত লিটার দুধ মেশালে 1.50 লিটার দরে বিক্রি করা যাবে?
A) 18 লিটার
B) 14 লিটার
C) 16 লিটার
D) 20 লিটার

47) একটি শহরের জনসংখ্যা 70000। প্রথম বছরে তা 10% বৃদ্ধি পেল। পরের বছরে তা বৃদ্ধি পেল 20%। তাহলে দুবছর পরে শহরটির জনসংখ্যা কত হবে ?
A) 77000
B) ৪4000
C) 92400
D) 104000

48) তিনটি বড়ো ড্রামে যথাক্রমে 36 লিটার, 45 লিটার এবং 72 লিটার তেল ধরে। কোন বড়ো মাপটি সঠিকভাবে বিভিন্ন পরিমাণ তেল মাপতে পারবে?
A) 3 লিটার
B) 6 লিটার
C) 9 লিটার
D) কোনোটিই নয়

49) সৃজা একটি ব্যাগ 25% ছাড়ে কিনল । নগদ মূল্যে কেনার ফলে সে আরও 10% ছাড় পেল । যদি সে ওই ব্যাগটির দরুন 540 টাকা দেয় তবে ব্যাগটির ধার্য মূল্য কত ?
A) 450
B) 500
C) 600
D) 800

50) একটি বাক্সে 10 পয়সা ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 180 টি মুদ্রা আছে । যদি বাক্সে মোট 36 টাকা 90 পয়সা থাকে , তবে বাক্সে 10 পয়সার মুদ্রার সংখ্যা কটি ?
A) 54
B) 60
C) 68
D) 72

51) এক কৃষক তার গোয়ালের N টি গরু চার পুত্রের মধ্যে ভাগ করে দিলেন । প্রথম পুত্র মোট গরুর অর্ধেক , দ্বিতীয় পুত্র মোট গরুর এক-চতুর্থাংশ , তৃতীয় পুত্র মোট গরুর এক-পঞ্চমাংশ এবং চতুর্থ পুত্র সাতটি গরু পায় । N এর মান কত ?
A) 240
B) 100
C) 140
D) 180

52) 14+6√5 –এর বর্গরুট হচ্ছে
A) 2+√5
B) 3+√5
C) 5+√3
D) 3+2√5

53) তিন অঙ্কের বৃহত্তম যে সংখ্যা 35 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য, তা হল:
A) 970
B) 980
C) 945
D) 985

54) 400 বছরের মাসের 29 তম দিনটি কত বার আসে ?
A) 4497 বার
B) 4490 বার
C) 4500 বার
D) 4496 বার

55) রাম বাবু তার সম্পত্তির 3/5 অংশ স্ত্রীকে এবং অবশিষ্ট অংশ পুত্রদের মধ্যে সমান ভাগ করে দেওয়ায় দেখা গেল স্ত্রীর অংশ ,প্রত্যেক পুত্রের অংশের 3 গুণ হয়েছে । পুত্রদের সংখ্যা কত ?
A) 2
B) 3
C) 4
D) 5

56) x-এর মাসিক আয় 25000 টাকা। সে শিক্ষা খাতে ব্যয় করে 10%, বাকি আয়ের 20% ব্যয় করে গৃহ খাতে এবং তারপর বাকি আয়ের 15% জমা করে সঞ্চয় স্কিমে এবং অবশিষ্ট আয় ব্যয় করেন খাবার ও জামাকাপড়ে। আয়ের কত শতাংশ খাবার ও জামাকাপড়ে ব্যয় হয় ?
A) 65%
B) 61.2%
C) 60%
D) 55%

57) এক ব্যাক্তি 3 মাসে যা রোজগার করেন 4 মাসে তা ব্যয় করেন। যদি তার বাৎসরিক সঞ্চয় 45000 টাকা হয়, তাহলে তার মাসিক আয় কত?
A) 15000 টাকা
B) 18000 টাকা
C) 20000 টাকা
D) 22000 টাকা

58) একটি ঝুড়িতে 45 টি ফল রয়েছে একজন মানুষ শহরের প্রতিটি মন্দিরে অনেকগুলি ফল পুজো দেন । সেজন্য তার পাঁচটি ফলের ঝুড়ি দরকার । যতগুলি মন্দির আছে তিনি প্রতিটি মন্দিরে ততগুলি ফল দেন। শহরের মন্দিরের সংখ্যা বাহির করো ?
A) 45
B) 35
C) 25
D) 15

59) যদি tanα + cotα =4 হয় তবে tan2α + cot2α = ?
A) 15
B) 16
C) 12
D) 14

60) 4500 থেকে ছোট কতগুলি সংখ্যা আছে যেগুলি 56 এবং 72 দিয়ে ভাগ করলে প্রতিক্ষেত্রে 39 ভাগশেষ থাকে ?
A) 5
B) 6
C) 7
D) 8